Tuesday, June 24, 2025
দেশ

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেল বিজেপি

জয়পুর: কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা দেশ। পাঞ্জাব, হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে। কেন্দ্র বিরোধী এই আন্দোলনে সামিল হয়ে রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজস্থানের কংগ্রেস সরকারও কৃষি আইন বাতিলের জন্য সরব হয়েছিল। তবে এই আবহেও রাজস্থানের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে (Zila Parishad and Panchayat Samiti Elections) বড় জয় পেল বিজেপি।

রাজস্থানের ২১ টি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছে ১৮৩৩টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ১৭১৩টি আসন। জেলা পরিষদ নির্বাচনে বিজেপি পেয়েছে ২৬৫টি আসন, কংগ্রেস পেয়েছে ২০১টি আসন। মঙ্গলবার দুপুর পর্যন্ত নির্বাচনের ফলাফলের ট্রেন্ডে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু সন্ধ্যার দিকে কংগ্রেস পিছিয়ে পড়ে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সাধারণত যারা ক্ষমতায় থাকে, তারাই জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে ভালো ফলাফল করে। কিন্তু কংগ্রেস সেটা করতে পারলো না। হায়দরাবাদে জয়লাভের পর রাজস্থানের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয় পেয়ে বিজেপি এখন রীতিমতো চাঙ্গা।

আর এই ভোটের থেকে এটা স্পষ্ট হলো যে, কংগ্রেসের অন্দরের ফাটল এখনও যে মেটেনি। কৃষক বিক্ষোভে সমর্থন জানিয়েও গ্রামীণ এলাকার মানুষের মন জিততে পারেনি কংগ্রেস।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।