Thursday, June 19, 2025
Latestরাজ্য​

তৃণমূলে থেকে পাপ করেছিলাম, বিজেপিতে যোগ দিয়ে প্রায়শ্চিত্ত করেছি: শঙ্কুদেব পণ্ডা

কলকাতা: তৃণমূলে থেকে পাপ করেছিলেন। তাই বিজেপিতে যোগ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন। এমনটাই বললেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা। তবে তিনি কি পাপ করেছিলেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শঙ্কুদেব পণ্ডা বলেন, তৃণমূল কংগ্রেস কোনওদিন যদি ভারতের ক্ষমতায় আসে, জানি না এমনটা হবে কিনা, তাহলে ওদের যা ট্রেন্ড, তাতে হয়তো রাজ্যপাল পদটাই তুলে দেবে। হয়তো মুখ্যমন্ত্রী পদটাই তুলে দেবে। শুধু ওদের নেত্রী দেশ চালাবেন। গণতন্ত্রভঙ্গকারী সব কথা বলছেন, আইনি পদক্ষেপ করা দরকার।

শঙ্কুদেব পণ্ডা বলেন, তৃণমূলে থেকে পাপ করেছিলাম। তাই বিজেপিতে যোগ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করছেন। তৃণমূলে থাকতে করা পাপের প্রায়শ্চিত্ত করতে সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত বলে রাখি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন শঙ্কুদেব পণ্ডা। চিটাফান্ড কেলঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। এরপর লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শঙ্কুদেব।