Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

জয়প্রকাশের উপর হামলা, দিল্লিতে অভিযোগ জানালেন মুকুল রায়

কলকাতা: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। সোমবার বেলা বাড়তেই করিমপুরের নথিডাঙা ও সাহেবপাড়া থেকে উত্তেজনা ছড়ায়। করিমপুরে ঝোপের মধ্যে ফেলে মারধর করা হল বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে। এই ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন অফিসারকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

মুকুল রায় বলেন, আমি আমার রাজনৈতিক জীবনে যত নির্বাচন দেখেছি, কখনও দেখিনি প্রার্থীকে মারতে মারতে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তৃণমূল-কংগ্রেসের বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে জেলাশাসককে গ্রেফতার করা উচিৎ। কারণ তিনিই তো এই নির্বাচনের রিটার্নিং অফিসার।

নির্বাচন কমিশন সূত্রে খবর, কড়া সুরক্ষায় রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে ভোট চলছে ৮০১টি কেন্দ্রে। মোট ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ। করিমপুরে তৃণমূলের মহুয়া মৈত্র সাংসদ নির্বাচিত হওয়ায় ওই আসন ফাঁকা হয়ে যায়। তাই এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে ভালো ফল করেছে বিজেপি। সেই ধারা কী বজায় রাখতে পারবে বাংলার রাজনীতিতে দ্বিতীয় শক্তি হয়ে উঠে আসা গেরুয়া শিবির? এই প্রশ্নের উত্তর লুকিয়ে কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনে।