জোট গড়তে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করলেন রাজ ঠাকরে
মুম্বাই: মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে দেখা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিচ্ছেদের পর এবার বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছেন রাজ ঠাকরে, এমনটাই খবর। সূত্রের খবর, শোনা যাচ্ছে, রাজ ঠাকরে তাঁর দলের পতাকার রং নীল থেকে গেরুয়া করতে চলেছেন।
মঙ্গলবার দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। দুই নেতার মধ্যে প্রায় দুই ঘন্টা বৈঠক হয়। তবে সভার সময় কি সিদ্ধান্ত হল তা জানা যায়নি।
Former Maharashtra CM & BJP leader Devendra Fadnavis met MNS chief #RajThackeray in Mumbai: Sources
— Press Trust of India (@PTI_News) January 7, 2020
২৩ শে জানুয়ারি রাজ ঠাকরের একটি জনসভা আছে, যেখানে তিনি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন বলে খবর। ২০০৬ সালে শিবসেনা থেকে বেরিয়ে এসে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করেন রাজ ঠাকরে।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীর সমর্থক ছিলেন রাজ ঠাকরে। কিন্তু লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করেন রাজ ঠাকরে। ২০১৪ সালে তাঁর দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ১৩টি আসনে জয়লাভ করেছিল। পরবর্তী পাঁচ বছরে তাঁর দল রাজনীতির ময়দানে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে।