Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

‘মর্যাদাহানিকর’ শিরোনামের জন্য ‘আজকাল’কে আইনি নোটিশ বিজেপির

কলকাতা: ‘মর্যাদাহানিকর’ সংবাদ শিরোনামের জন্য কলকাতা থেকে প্রকাশিত প্রায় চার দশক পুরনো বাংলা দৈনিক ‘আজকাল’কে আইনি নোটিশ পাঠাল বঙ্গ বিজেপি। গত শুক্রবারে প্রকাশিত ওই সংবাদপত্রে শিরোনামের একটি শব্দ এবং তাতে যে রং ব্যবহার হয়েছে তা নিয়েই আপত্তি গেরুয়া শিবিরের।

বৃহস্পতিবার প্রকাশিত হয় রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। তিন বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং খড়গপুর সদরে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের ফলাফল সংক্রান্ত খবর ২৯ নভেম্বর (শুক্রবার) প্রকাশের ক্ষেত্রে ‘আজকাল’ দৈনিক সংবাদপত্রের শিরোনামে লেখা হয়- ‘মমতা ৩ বিষ ০’। বিজেপি আপত্তি তুলেছে ‘বিষ’ শব্দের জন্য। ওই ‘বিষ’ শব্দটি লেখা হয়েছিল গেরুয়া রঙে।

রাজ্য বিজেপির মিডিয়া ইন চার্জ সপ্তর্ষি চৌধুরী জানিয়েছেন, আজকালকে মানহানির নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পর যদি দু’দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

বঙ্গ বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, নোটিশ পাওয়ার পর দুই দিন সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই সংবাদপত্রে ছাপার অক্ষরে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানহানির মামলা করা হবে।