শুভেন্দুর গড়ে তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল জয় বিজেপির
মেদিনীপুর: রামনগর এক নম্বর ব্লকের উত্তর বাধিয়া সমবায় সমিতির পরিচালন সমিটি নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। সমবায় নির্বাচনের সবক’টি আসনেই জয়ী হল বিজেপি। লোকসভা ভোটের আগেই এই সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি। এর আগে অবশ্য শুভেন্দু অধিকারীর গড়ে ভোট বাড়িয়েছিল বিজেপি। তবে তৃণমূলের সঙ্গে চক্কর দিতে পারেনি। তবে এবার টক্কর দিল শাসক দলের বিরুদ্ধে, শুধু টক্কর দিলই না রীতিমতো তৃণমূলকে হারিয়েও ছাড়ল বিজেপি। ১২টি আসনের সবকটিতেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে।
রামনগর এক নম্বর ব্লকের উত্তর বাধিয়া সমবায় নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। দু’দলই জয়লাভের জন্য মরিয়া ছিল।১২টি আসনের সবকটিতেই হারায় জামানাত বাজেয়াপ্ত হয়েছে রাজ্যের শসকদল তৃণমূলের। রবিবার ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই এলাকায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজয়ী ১২ প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল বের করা হয়। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনেও এই এলাকায় ভালো ফল করতে পারেনি শাসকদল। তৃণমূল কংগ্রেস চেয়েছিল সমবায় নির্বাচনে জিতে পঞ্চায়েতের ব্যর্থতা ঢাকতে। কিন্তু ব্যর্থতা ঢাকতে গিয়ে একেবারে ১২-০ ফলে পর্যুদস্তহল তৃণমূল। বিজেপির কথায়, সংগঠিত রাষ্ট্র বিরোধী শক্তির বিরুদ্ধে এই রায় মানুষের। এই রায়েই স্পষ্ট রামনগরের বৃহত্তর অংশের মানুষ আর তৃণমূলকে চাইছে না। তৃণমূল সরকারের উপর অনাস্থাই বিজেপির এই বিপুল জয়।