ইন্দিরা দারিদ্র দূরীকরণের প্রতিশ্রুতি দিলেও পারেননি তবে মোদী পেরেছেন: শিবরাজ
ভোপাল: আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। শনিবার তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। এটিকে ইস্তেহার না বলে সংকল্পপত্র বলছে রাজ্য কংগ্রেস। এতে রয়েছে একাধিক প্রতিশ্রুতির ছড়াছড়ি। গোশালা থেকে কৃষকদের জন্য সস্তায় বিদ্যুৎ, কৃষকদের ঋণ মুকুব করার প্রতিশ্রুতি। কী নেই সেখানে! তবে, মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কটাক্ষ করে বলেন, মিথ্যে প্রতিশ্রুতি। কোনওটাই পূরণ হবে না।
শনিবার কংগ্রেসের ইস্তেহার সম্পর্কে বলতে গিয়ে ইন্দিরা ও রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন শিবরাজ। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস আজ যে ইস্তেহার প্রকাশ করল, তার কোনওটা পূরণ হবে না। দেশের দারিদ্র দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা এবং রাজীব গান্ধী। কিন্তু পারেননি। তবে কেন্দ্রের মোদী সরকার তার অনেকটাই করে দেখিয়েছে বলে তিনি দাবি করেন।
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan took a dig at Congress party saying that it only releases manifestos and never fulfills any promises
Read @ANI story | https://t.co/aUvxErmLvp pic.twitter.com/IOfenOYmsA
— ANI Digital (@ani_digital) 10 November 2018
এদিন নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠানে কংগ্রেসের রাজ্য নেতা কমল নাথ বলেন, তাঁরা ক্ষমতায় এলে কৃষকদের জন্য বিদ্যুতের মাসুল অর্ধেক করে দেওয়া হবে, প্রতিটি পঞ্চায়েতে হবে গোশালা। মকুব করা হবে কৃষকদের ঋণ। কমলনাথ জানান, আজ একটি ঐতিহাসিক দিন। কারণ কংগ্রেস এবার কোনও ইস্তেহার প্রকাশ করেছে না বরং এবার কংগ্রসে প্রতিশ্রুতিপত্র প্রকাশ করছে।