দঙ্গল-কন্যা ববিতা, কুস্তিগীর যোগেশ্বর, প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপকে হরিয়ানায় প্রার্থী করল বিজেপি
চন্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই ৭৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল হরিয়ানার বিজেপি নেতৃত্ব। এই তালিকা প্রকাশ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তালিকায় রয়েছে কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট, পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপ সিং। শুক্রবার মনোনয়ন পেশ করলেন যোগেশ্বর দত্ত।
মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর লড়বেন কারনাল বিধানসভা কেন্দ্র থেকে। বর্তমান বিধায়কদের মধ্যে ৩৮ জনকে ফের টিকিট দিয়েছে বিজেপি। ৭ জন বিধায়কের নাম বাদ পড়েছে প্রার্থীতালিকা থেকে। বাদ পড়া বিধায়কদের মধ্যে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী বিপুল গোয়েল এবং রাও নারবীর সিং। বাদ দেওয়া হয়েছে রাজ্যের ডেপুটি স্পিকার সন্তোষ যাদবকেও।
বরোদা কেন্দ্র থেকে লড়বেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত। মহিলা কুস্তিগীর ববিতা ফোগট লড়বেন দাদরি থেকে। প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপ সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন পেহোয়া কেন্দ্র থেকে।
২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। গত ১২ অগাস্ট ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগাট।