৩ লাখ ৯০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী গৌতম গম্ভীর
নয়াদিল্লি: ক্রিকেট মাঠে থেকে রাজনীতিতে অংশ নিয়েই বাজিমাৎ করলেন প্রাক্তণ তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর। লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করলেন গৌতম গম্ভীর।
সবশেষ তথ্যমতে, গৌতম গম্ভীর পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮৬টি ভোট। কংগ্রেসের অরভিন্দার সিং লাভলি পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৯ ভোট। এছাড়াও এএপি প্রার্থী অতশি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১২৮ ভোট।
BJP East Delhi candidate Gautam Gambhir wins by 391222 votes. (File pic) #ElectionResults2019 pic.twitter.com/LkvHvnE6wz
— ANI (@ANI) May 23, 2019
প্রসঙ্গত, ক্রিকেট থেকে বিদায় নিয়েই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গম্ভীর। ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন নয়া দিল্লীতে জন্ম ও বেড়ে ওঠা ক্রিকেটার।