২০১৮-১৯ অর্থবর্ষে বিজেপি ৭০০ কোটিরও বেশি টাকা অনুদান পেয়েছে, জানাল গেরুয়া শিবির
নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষে ৭০০ কোটিরও বেশি টাকা শুধুমাত্র অনুদান হিসাবে পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেই খতিয়ান এবার প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এই হিসাবে দিয়েছে বিজেপিই। মূলত চেক এবং অনলাইন পেমেন্টের মাধ্যমেই ওই টাকা আদায় হয়েছে গেরুয়া শিবিরের।
বিজেপি জানিয়েছে, প্রাপ্ত আর্থিক অনুদানের প্রায় অর্ধেকটাই অনুদান দিয়েছে টাটা নিয়ন্ত্রিত প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট। টাটাদের ইলেক্টোরাল ট্রাস্টের তরফে এসেছে ৩৫৬ কোটি টাকা। এরপরই রয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। তাঁরা বিজেপিকে অনুদান দিয়েছে ৫৪.২৫ কোটি টাকা।
প্রুডেন্টের সঙ্গে কাজ করে ভারতী গ্রুপ, হিরো মটোকর্প, জুবিল্যান্ট ফুড ওয়ার্কস, ওরিয়েন্ট সিমেন্ট, ডিএলএফ, জে কে টায়ার সহ শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলি। বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০,০০০ টাকা বা তার বেশি টাকা অনুদান হলে তা চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে দলের হাতে এসেছে। তারা আর্থিক অনুদান পেয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থার তরফেও।
বিজেপি জানিয়েছে, নির্বাচনী বন্ড আকারে প্রাপ্ত অনুদান ফাইলিংয়ের অন্তর্ভুক্ত ছিল না। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, রাজনৈতিক দলগুলির প্রতি আর্থিক বছরে তাঁদের প্রাপ্ত সমস্ত অনুদানের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক। আর সেই নিয়ম মেনেই নিজেদের দলের অনুদানের তথ্য প্রকাশ করেছে বিজেপি।