চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে আয়োজিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি বিধায়কদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, “চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।” সংবাদমাধ্যমকে শুভেন্দু অধিকারী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তাঁদের আন্দোলন চলবে। তিনি আরও বলেন, “সারা পৃথিবীর হিন্দুদের একজোট হয়ে এই অবিচারের প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ না হলে, বিজেপি আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটবে।”
চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের সঙ্গে যুক্ত একজন ধর্মীয় ব্যক্তিত্ব, সোমবার বিকালে তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি এই গ্রেফতারকে অন্যায় ও সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপরে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে দৃষ্টিপাত করা। আমরা এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলব।”
এই বিক্ষোভকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও উত্তাপ বেড়েছে। বিজেপির এই পদক্ষেপ রাজ্য ও আন্তর্জাতিক স্তরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।