মমতার পোষ্য গুন্ডাদের উচিত শিক্ষা ও কঠোর শাস্তি দিন: বাবুল সুপ্রিয়
করিমপুর: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা বাড়তেই করিমপুরে উত্তেজনা ছড়ায়। করিমপুরে জঙ্গলে ফেলে মারধর করা হল বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
করিমপুরের মানুষদের কাছে বাবুল সুপ্রিয়র আবেদন, জয়প্রকাশদা মাননীয় প্রার্থী। তাঁর উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য গুন্ডাদের জঘন্য ও নোংরা আচরণে উচিত শিক্ষা ও কঠোর শাস্তি দিন। দলে দলে বুথে যান ও নর্দমার রাজনীতি করা তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে পরাস্ত করুন।
করিমপুরের মানুষকে অনুরোধ করবো, জয়প্রকাশদার, যিনি একজন মাননীয় প্রার্থী, ওপর মমতা ব্যানার্জী-র পোষ্য, #TMchhi গুন্ডাদের এই জঘন্য ও নোংরা আচরণের উচিত শিক্ষা ও কঠোর শাস্তি দিন – দলে দলে বুথে যান ও নর্দমার রাজনীতি করা #TMchhi ও মমতা ব্যানার্জী কে বিপুল ভোটে পরাস্ত করুন ? https://t.co/urcxnVqmhy
— Babul Supriyo (@SuPriyoBabul) November 25, 2019
সোমবার সকালে বুথে যান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপির অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশের উপর রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকরা চড়াও হন। কিল-চড়-ঘুসি-লাথি কিছুই বাদ যায়নি। লাথি মেরে রাস্তার পাশে ঝোপে ফেলে দেওয়া হয় জয়প্রকাশকে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এদিকে, ন্যাক্কারজনক এই ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন অফিসারকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্য শিশির বাজোরিয়া।