Monday, June 16, 2025
Latestদেশ

উপজাতি গোষ্ঠীর অন্ধকার, অশিক্ষা ও দারিদ্রের জন্য দায়ী কংগ্রেস, আদি মহোৎসবে বললেন অমিত শাহ

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ শনিবার ফের কংগ্রেসকে তীব্র আক্রমন করলেন। তিনি বলেন, কংগ্রেস উপজাতি জনগোষ্ঠীকে শুধু ‘ভোট ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করেছে। তাদের উন্নতির জন্য কিছুই করেনি। অন্যদিকে, মোদী সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের দ্বারা তাঁদের জীবনকে বদলে দিয়েছে।

নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় উপজাতি উৎসব ‘আদি মহোৎসব’-এর উদ্বোধনের পর অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপজাতি জনগোষ্ঠীর পাশে ভাইয়ের মতো দাঁড়িয়েছেন‌। সর্বদা সচেষ্ট থেকেছেন যাতে তাঁরা সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পায়।

অমিত শাহ বলেন, স্বাধীনতার পরের ৭০ বছরে উপজাতিদের কেবল ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। তাঁরা উপজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য কিছুই করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে উপজাতির জন্য।


অমিত শাহ জানান, অটলবিহারী বাজপেয়ী প্রধান‌মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক প্রথম কার্যকর ক্ষমতায় আসে। কংগ্রেস উপজাতিদের অন্ধকার, অশিক্ষা ও দারিদ্র দিয়েছে। অন্যদিকে, গত পাঁচ বছরে মোদী সরকার উপজাতিদের জন্য বিদ্যুৎ, শিক্ষা, বিনামূল্যে বাড়ি, গ্যাসের বন্দোবস্ত করেছে।

বিরসা মুন্ডাকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ব্রিটিশদের সঙ্গে সংগ্রামে দেশ তাঁর অবদান ভুলবে না। পাশপাশি, অরণ্য ও পরিবেশ রক্ষায় উপজাতি শ্রেণির অবদানও অগ্রগণ্য।