Monday, June 16, 2025
Latestদেশ

সামনেই অযোধ্যা রায়, নেতা-কর্মীদের সংযত, প্ররোচনামূলক মন্তব্য না করার নির্দেশ বিজেপির

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন। তার আগেই অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে দলীয় মুখপাত্র ও নেতা-কর্মীদের কোনওরকম ‘অবিবেচক ও উস্কানিমূলক’ মন্তব্য না করার নির্দেশ বিজেপির।

বিতর্কিত অযোধ্যা জমি মামলার রায় নিয়ে সতর্ক বিজেপি। রায় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। দল ও শাখা সংগঠনের নেতাদের সতর্ক করল বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইতিমধ্যেই আচরণবিধির কথা বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, অযোধ্যা রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ কথা না বলা পর্যন্ত দলের কেউ কোনও মন্তব্য করতে পারবেন না।

বিজেপির এক শীর্ষ নেতার কথায়, অযোধ্যা মামলার রায়ের দিন দলের আচরণবিধি নিয়ে সতর্ক করা হয়েছে। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর মন্তব্য করার পরই মন্তব্য করতে পারবেন। আর দলের তরফে অমিত শাহের বলার পর কর্মকর্তাদের মন্তব্য করতে বলা হয়েছে। তার আগে কেউ কোনও মন্তব্য করতে পারবেন না।

বিজেপি চাইছে না বহু বিতর্কিত মামলায় রায় নিয়ে বিজেপির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির মন্তব্যে উত্তেজনা তৈরি হোক। তাই আচরণবিধি জারি করে বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে দলীয় নেতাদের। বিজেপির এক নেতার কথায়, অযোধ্যা মামলা  সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই এ নিয়ে চর্চা করার কোনও প্রয়োজন নেই। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, অযোধ্যা মামলা আদালত যা রায় দেবে তা সকলের মেনে নেওয়া উচিৎ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে আরএসএস-এর পক্ষ থেকেও কর্মীদের একই বার্তা দেওয়া হয়েছে। আদালত রাম মন্দিরের পক্ষে রায় দিলেও মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে।