বিজেপি মুসলিম বিরোধী, পাকিস্তান বিরোধী: ইমরান খান
ইসলামাবাদ: বিজেপিকে মুসলিম বিরোধী এবং পাকিস্তান বিরোধী বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে ইমরান খানকে প্রশ্ন করা হয়, ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আপনি সবরকম চেষ্টা করেছেন কিন্তু ভারত প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, আমি জানি যে এই মুহূর্তে ভারতে নির্বাচন চলছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুসলিম বিরোধী এবং পাকিস্তান বিরোধী মনোভাব পোষণ করে। তাই তাঁরা আমার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
চার মাস হতে চলল পাকিস্তানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইমরান খান। ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেয়া হয়। তবে জঙ্গিবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না বলে পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ইমরান খান বলেন, আমিও মুম্বাইয়ে বোমা হামলাকারীদের বিচারের জন্য কাজ করতে চাই। আমি ওই হামলা মামলার ব্যাপারে খোঁজ-খবর নিতে আমাদের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছি।