Sunday, September 15, 2024
কলকাতা

মেয়র নির্বাচনে ফিরহাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির মীনা দেবী

কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচনে নয়া চমক বিজেপির। মেয়র পদে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে গেরুয়া শিবির। প্রার্থী হচ্ছেন মীনা দেবী পুরোহিত। তিনি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ৩ নভেম্বর মেয়র পদে নির্বাচন হবে। এদিকে, কলকাতা পুরসভার মেয়র পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ্য মন্ত্রিসভায় পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

বর্তমানে কলকাতা পুরসভার ১৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ১২২টি ওয়ার্ড। ২০১৫সালের পুর নির্বাচনে বিজেপি ৭টি আসন দখল করেছিল। কিন্তু পরবর্তী সময়ে অসীম বসু এবং বাপি ঘোষ তৃণমূলে যোগদান করেন। সেই অর্থে বর্তমানে বিজেপির বর্তমান ওয়ার্ড সংখ্যা ৫। সুতরাং, মেয়র পদে ফিরহাদ হাকিমের নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত।

তবে রাজ্যে যেতেতু রাজনৈতিকভাবে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে, তাই বিনা যুদ্ধে তৃণমূলকে জায়গা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিজেপির তরফে মেয়র পদে নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে বাম এবং কংগ্রেস কাউন্সিলররা মেয়র নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে। ৩ ডিসেম্বর মেয়র নির্বাচনের দিন বামেরা উপস্থিত থেকে প্রতিবাদ জানাবে বলে ঘোষণা করেছে। কংগ্রেসও এই পন্থা অবলম্বনের পথে যাচ্ছে বলেই খবর।