Sunday, September 15, 2024
বিনোদন

লাভ-জিহাদের সিনেমা ‘কেদারনাথ’ ব্যান করার দাবি বিজেপির

মুম্বাই: বলিউডে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে সইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার করা রয়েছে ছবিটির। তবে তার আগেই ব্যান করার দাবি উঠল ‘কেদারনাথ’ ছবির। লাভ-জিহাদের প্রচার হচ্ছে সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুতের এই ছবির মাধ্যমে। এমনই অভিযোগ এনেছিলেন চারধামের তীর্থ পুরোহিতরা। একই অভিযোগ নিয়ে ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বিজেপি মিডিয়া রিলেশনের সদস্য অজেন্দ্র অজয়। ছবিটিকে ব্যান করার দাবি জানিয়েছেন তিনি।

অভিষেক কাপুরের ছবি ‘কেদারনাথ’-এর টিজার মুক্তির পরেই এই হুমকি দিয়েছিলেন কেদারের পুরোহিতরা। এ বার আসরে নামল বিজেপি। বিজেপির প্রচার মাধ্যম বিভাগের সদস্য অজেন্দ্র অজয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) সভাপতি প্রসূন জোশিকে চিঠিতে অভিযোগ করেছেন, ভারতের ইতিহাসের সবচেয়ে খারাপ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার পাশাপাশি অভিষেক কাপুর পরিচালিত এই চলচ্চিত্রটি হিন্দু ভাবাবেগ নিয়ে মজা করেছে।

‘কেদারনাথ’ ছবির টিজারে দেখা গিয়েছে নায়ক-নায়িকার চুম্বনের দৃশ্য। সঙ্গে ট্যাগলাইন ‘লাভ ইজ পিলগ্রিমেজ’ অর্থাৎ ‘ভালোবাসাই তীর্থযাত্রা’। আর এই নিয়েই বেজায় চটেছেন অজেন্দ্র অজয়। তাঁর বক্তব্য, প্রকৃতির চরম রোষের শিকার যে এলাকা, সেই প্রেক্ষাপটে এ ধরণের রোম্যান্টিক প্রেমের গল্প দেখানো কখনই যুক্তিযুক্ত নয়। কেদারনাথের মন্দিরের সামনে এ ভাবে চুম্বনের দৃশ্য দেখানোর অর্থ কোটি কোটি হিন্দুদের আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে খেলা করার সামিল তাই ব্যান করা হোক ‘কেদারনাথ’।

বিজেপি নেতার অভিযোগ, ছবিটিতে লাভ জিহাদের বিষয়কে প্রাধান‍্য দিয়েছেন পরিচালক। ‘কেদারনাথ’ ছবির টিজারে মুসলিম ছেলে এবং হিন্দু মেয়ের প্রেম দেখানো হয়েছে। ছবির মুখ্য চরিত্র কেন হিন্দু নয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অজেন্দ্র অজয়।