কাশ্মীরের পাথর নিক্ষেপকারীদের সঙ্গে জঙ্গিদের কোনও পার্থক্য নেই: বিপিন রাওয়াত
নয়াদিল্লি: বৃহস্পতিবার কাশ্মীরের অনন্তনাগে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে মারা গিয়েছেন জওয়ান রাজেন্দ্র সিং। শনিবার পদাতিক সেনাদিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের উদ্দ্যেশে শ্রদ্ধাজ্ঞাপনের পরই সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রশ্ন তোলেন, যারা সেনাবাহিনীকে লক্ষ করে পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে না কেন?
এদিন জম্মু-কাশ্মীরে সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন বিপিন রাওয়াত। তিনি বলেন, কোনওদিন তাদের উদ্দেশে সফল হতে পারবে না পাকিস্তান। সেকথা জেনেই আবহাওয়া গরম রাখতে এসব করছে তারা।
Jawan who lost his life after being attacked by stone pelters was guarding a border roads team which was constructing roads, and then we have some ppl saying don’t treat stone pelters like OGWs(over ground workers) of terrorists: Army Chief General Bipin Rawat pic.twitter.com/uQt2nYhZAw
— ANI (@ANI) 27 October 2018
তাঁর অভিযোগ, কাশ্মীরের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাবাহিনীই দায়ী। পাক মাটিতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে তাদের সীমান্ত টপকে দিচ্ছে সে দেশের সেনারা। তাদের মদতেই বিপুল অস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশ করছে জঙ্গিরা। শুধু নাশকতাই নয়, তারা কাশ্মীরের সাধারণ মানুষকে দেশের বিরোধিতা করার জন্য উসকে দিচ্ছে।
সেনাপ্রধান বলেন, পাকিস্তান জম্মু-কাশ্মীরের উন্নয়ন প্রক্রিয়া রুখে দিতে চায়। কিন্তু তাদের মনে রাখা উচিৎ ভারত একটা শক্তিশালী দেশ। পাকিস্তানকে যে কোনও ক্ষেত্রে টক্কর দিতে পারে ভারত। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, তাদের মনে রাখা উচিৎ, আলাদা – আলাদা করে একাধিক যুদ্ধ লড়ার ক্ষমতা রয়েছে ভারতের।
গত বৃহস্পতিবার অনন্তনাগে পাথরের আঘাতে আহত হয়ে মৃত্যু হয় উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাসিন্দা রাজেন্দ্র সিংয়ের। ৪৪ নম্বর জাতীয় সড়কে বর্ডার রোড অর্গানাইজেশনের একটি কনভয়কে পাহারা দিচ্ছিলেন তিনি। এমন সময় কয়েকজন তাঁদের লক্ষ করে পাথর ছোঁড়ে। একটি পাথর রাজেন্দ্র সিংয়ের মাথায় লাগে। শুক্রবার তাঁর মৃত্যু হয়।