Tuesday, March 25, 2025
রাজ্য​

গণপিটুনি রুখতে নয়া বিল পাশ বিধানসভায়

কলকাতা: শুক্রবার বিধানসভায় পাশ হয়ে গেল গণপিটুনি প্রতিরোধ বিল। রাজস্থানের পর পশ্চিমবঙ্গই দ্বিতীয় রাজ্য যেখানে গণপিটুনি রুখতে বিল পাশ করা হয়েছে। নয়া আইন অনুযায়ী, গণপিটুনির অপরাধ প্রমাণ হলে সশ্রম যাবজ্জীবনের শাস্তি দেওয়া হবে।

গণপিটুনিতে মৃৃত্যু হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও অভিযুক্তদের যাবজ্জীবন সাজা। গুরুতর আহত হলে যাবজ্জীবন ও দোষীদের ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অল্প আহত হলে দোষীর ৩ বছরের কারাবাস ও দোষীর সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট এই বিল পাশের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ মতো কাজ তারা এখনও অবধি করে উঠতে পারেনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। এমনতর অভিযোগ পেলে প্রথমেই পুলিশকে জানাবেন। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাইকে একসঙ্গে লড়তে হবে।