Sunday, June 22, 2025
Latestদেশ

জনরোষের থেকে মাথা বাঁচাতে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন সরকারি কর্মীরা

পাটনা: আপেল-কমলার মতো ফলের চেয়ে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম এখন বেশি। পেঁয়াজের দাম বৃদ্ধিতে সমস্যায় মানুষ। তাই কম দামে সাধারণ মানুষের জন্য পেঁয়াজ বিক্রি করছে সরকার। বিক্রির সময় যেন জনরোষের শিকার হতে না হয়, সে জন্য মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন সরকারি কর্মীরা। হেলমেট মাথায় পেঁয়াজ বিক্রির ছবি ভাইরাল হয়েছে।বিহারের রাজধানী পাটনায় ঘটেছে এ ঘটনা।

বন্যা আর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে পেঁয়াজের। কিছুদিন আগেও ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এহেন পরিস্থিতি বিভিন্ন রাজ্যে সরকার কম মূল্যে গাড়িতে করে পেঁয়াজ বিক্রি করছে। পাটনায়ও সরকারি ভাবে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেড। তবে বিক্রির সময় যেন জনরোষের শিকার হতে না হয়, সে জন্য মাথায় হেলমেট পরে কাজ করা হচ্ছে।

শনিবার সকালে পাটনায় স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের কর্মীরা ভ্রাম্যমাণ গাড়িতে করে পেঁয়াজ বিক্রি করেছেন। গাড়ির সামনে লম্বা লাইন। পেঁয়াজের জোগান কম থাকায় জনরোষের আশঙ্কা করছেন কর্মীরা। তাই নিজেদের নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে কাজ করছেন তাঁরা।

পেঁয়াজ কেনার লাইনের ভিড় সামলাতে ব্যস্ত কো-অপারেটিভ কর্মী রোহিত কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, নিজেদের নিরাপত্তার খাতিরে আমরা হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছি। প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোনও নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়নি।


রোহিত কুমার জানান, শুক্রবার বিহারের আরাহ জেলায় পেঁয়াজ বিক্রির সময় খেপে গিয়ে স্থানীয় জনতা বিক্রেতাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এতে অনেকে আহত হয়েছেন। কারও কারও মাথাও ফেটে গিয়েছে। তারপরও কোনও নিরাপত্তা দেওয়া হয়নি আমাদের। বাধ্য হয়ে আমরা হেলমেট পরেছি।

মনীষ নামে এক কর্মী বলেন, আমরা গাড়ি নিয়ে কলোনিগুলোতে গিয়ে গিয়ে পেঁয়াজ বিক্রি করছি। সব জায়গাতেই প্রচুর মানুষ ভিড় করছে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

পেঁয়াজ কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিলা দেবী  এএনআইকে বলেন, আমি এখানে শনিবার ভোর ৪টা থেকে দাঁড়িয়ে আছি। বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা। এখানে ৩৫ টাকায় কিনতে পারছি।