Thursday, September 19, 2024
দেশ

বিহারে ফিফটি ফিফটি আসনে লড়বে বিজেপি-জেডিইউ

পাটনা: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-এর সঙ্গে আসন সমঝোতা হয়ে গেল বিজেপির। দু’টি দলই বিহারে লড়বে সম সংখ্যক আসনে। বিহারে লোকসভা আসনের সংখ্যা ৪০। তবে সমস্ত সংশয় ও জল্পনা কাটিয়ে এদিন নয়াদিল্লিতে জেডিইউ প্রধান নীতীশ কুমার ও বিজেপি সভাপতি অমিত শাহের বৈঠক হয়েছে। সেখানে দুই দলই নিজেদের মধ্যে আলোচনা করে আসন সমঝোতা করে ফেলেছে।

নীতীশের সঙ্গে বৈঠকের পরে অমিত শাহ জানিয়েছেন, দুই দলই একই সংখ্যক আসনে লড়তে সম্মত হয়েছে। তবে দুই দলই কত আসনে লড়বেন তা এখনই জানালেন না শাহ। তিনি আরও বলেন, উপেন্দ্র কুশওয়াহা ও রামবিলাস পাসোয়ানও আমাদের সঙ্গে থাকবেন।

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতেই জেডিইউ স্পষ্ট করে দিয়েছিল যে আসন সংখ্যার ক্ষেত্রে তারা জোটের অন্য কোনও দলকে সুযোগ সুবিধা দেবে না। ২০১৪ সালে এনডিএ  ছাড়ার পর মাত্র ২টি আসনে জেতে নীতীশ কুমারের দল। সেই জায়গায় বিজেপি জয়লাভ করে ২২টি আসন। গতবারের ফলাফল থেকে তাই এবার জেডিইউকে বেশি আসন ছাড়াতে গররাজি ছিলেন অমিত শাহ।