বিহারে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী নীতীশই, ঘোষণা বিজেপির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে হতে চলা বিহারের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনার অবসান ঘটাল বিজেপি। জোটসঙ্গী জেডিইউ প্রধান নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার ঘোষণা করল দল।
এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনতে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা সম্প্রতি হরিয়ানার সূরজকুন্ডে দু’দিনের বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকের শেষে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল স্পষ্টভাবে জানান, ‘‘মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই। নীতীশজির নেতৃত্বেই আমরা বিহারে বিধানসভা ভোটে লড়ব।’’
বিহারে এনডিএর অন্দরে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে জল্পনা চলছিল। তবে বিজেপির পক্ষ থেকে আগেভাগে এই ঘোষণা করে সেই সংশয় দূর করার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ এনডিএর স্থিতিশীলতা এবং জোটের ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
বিহারে বিজেপি-জেডিইউর জোটের দীর্ঘদিনের সম্পর্ক নীতীশ কুমারের নেতৃত্বে এগিয়ে চলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, নীতীশের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিহারে তাদের অবস্থান মজবুত করতে চাইছেন।