জেডিইউ-তে যোগ দিলেন বিহার পুলিশের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে
পাটনা: করোনা আবহেই গত শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবারই সংযুক্ত জনতা দল তথা জেডিইউ-তে (JDU) যোগ দিলেন বিহার পুলিশের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। এদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে গিয়ে জেডিইউ-তে যোগদান করেন তিনি।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই ডিজিপি পদ থেকে স্বেচ্ছা অবসর নেন আইপিএস গুপ্তেশ্বর পাণ্ডে। শনিবার জেডিইউর সদর দফতরে গিয়েছিলেন তিনি। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়েছিলেন, এখনই কোন রাজনৈতিক দলে যোগ দেওয়ার চিন্তা ভাবনা নেই তাঁর। এরপর রবিবার নীতীশ কুমারের হাত ধরে জেডিইউ-তে যোগ দিলেন তিনি।
সূত্রের খবর, আসন্ন বিহারের বিধানসভা নির্বাচনে জিডিইউর গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। ১৯৮৭ সালের ব্যাচের আইপিএস অফিসার গুপ্তেশ্বর পান্ডে। জানা যায়, সেই সময়ই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
উল্লেখ্য, বরাবরই নীতীশ কুমারের ঘনিষ্ঠ ছিলেন গুপ্তেশ্বর পান্ডে। তাই তাঁর জেডিইউ-তে যোগ দেওয়া ছিল শুধুমাত্র সময়েরই অপেক্ষা ছিল। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে নীতীশ কুমারের দলে যোগ দিলেন তিনি।
জেডিইউতে যোগদানের পর গুপ্তেশ্বর পান্ডে বলেন, মুখ্যমন্ত্রী নিজে আমাকে ফোন করে দলে যোগ দিতে বলেন। আমি রাজনীতি বুঝি না। দল যা বলবে, আমি তাই করব। জেডিইউ সূত্রে খবর, বাল্মীকি নগর লোকসভা আসন থেকে উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে গুপ্তেশ্বর পান্ডেকে। অন্য আরেকটি সূত্রে খবর, উপনির্বাচন নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে বক্সার থেকে দাঁড়াতে পারেন গুপ্তেশ্বর পান্ডে।


