বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছে দল, প্রতিবাদে কংগ্রেস ত্যাগ নেতার
পাটনা: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বালাকোটে বায়ুসেনা এয়ার স্ট্রাইক চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। তবে বায়ুসেনার করা এই সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস সন্দেহ প্রকাশ করে, কংগ্রেসের তরফে এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া হয়। তার প্রতিবাদে লোকসভা নির্বাচনের আগে দল ছাড়লেন বিহার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনোদ শর্মা। শনিবার বিনোদ শর্মা তাঁর পদত্যাগপত্র কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন।
সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, বালাকোটে হামলা ও মৃত জঙ্গির সংখ্যা নিয়ে কংগ্রেস যে ভাবে কেন্দ্রের কাছে প্রমাণ চাইছে, তা অত্যন্ত লজ্জাজনক বলে আমার মনে হয়েছে। কংগ্রেসের এই আচরণ শিশুসুলভও। যার জন্য লোকজন কংগ্রেসকে পাকিস্তানের এজেন্ট হিসেবে মনে করছে। তাই আমি কংগ্রেস ত্যাগ করেছি।
एयर स्ट्राइक पर सबूत मांगने वाली कांग्रेस के बिहार प्रदेश प्रवक्ता विनोद शर्मा ने पद और पार्टी से दिया त्यागपत्र।कहा पाकिस्तान का एजेंट के रूप में कांग्रेस को लोग देखने लगे हैं …ऐसे में इस पार्टी में रहना मुश्किल। pic.twitter.com/6MQqW4bD0I
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) 9 March 2019
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি CRPF জওয়ান শহিদ হন। পাল্টা জবাব দিতে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে আঘাত হানে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু, ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে বিজেপি বিরোধীরা।