১০০ দিনে যা করেছি, ১৩০ কোটি মানুষের জন্যই: মোদী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে প্রথম ১০০ দিনকে চিহ্নিত করেছে উন্নয়ন ও ‘বড় সুযোগকে। তিনি বলেন, মানুষের বিশ্বাস ও সমর্থনের ফলেই এটা সম্ভব হয়েছে।
হরিয়ানার রোহতকে একটি সভায় প্রধানমন্ত্রী বলেন, গত ১০০ দিনে যত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পিছনে ১৩০ কোটি ভারতবাসীর অনুপ্রেরণা রয়েছে। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনের শেষে প্রতিটি মন্ত্রক তাঁদের প্রাপ্তির কথা জানাবে। গত বারেও এরকম করা হয়েছিল। রবিবার মোদী জানান সংসদের প্রথম অধিবেশনে কী কী কাজ হয়েছে।
মোদী জানান, গত ৬০ বছরে কোনও সরকার সংসদের কোনও অধিবেশনে এতগুলি বিল পাস করতে পারেনি বা এত পরিমাণে কাজ করতে পারেনি। এর মধ্যে প্রধান বিলগুলি হল তিন তালাক বাতিল, তথ্যপ্রযুক্তির সংশোধন, যানবাহন আইনের সংশোধন যার ফলে ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, মোদী ২.০ তাঁর প্রথম ১০০ দিনে গতির সঙ্গে ঐতিহাসিক ও মাইল ফলক সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে ওঠার লক্ষ্য সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে। দরিদ্র ও কৃষকদের ক্ষমতাবান করে তোলাই থিম। ৬ কোটি কর্মী ও ১৪ কোটি কৃষককে পেনশন ও ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ প্রকল্পের অধীনে আনা হয়েছে।