Tuesday, March 25, 2025
রাজ্য​

কিছুই করেননি, পাঁচ বছরে পাঁচবারও আসেনি, দেবকে আক্রমণ ভারতীর

ঘাটাল: তিনি সাংসদ, ব্যস্ত নায়ক। ঘাটালে নির্বাচনী কর্মীসভায় বৃহস্পতিবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব বলেন, কাদা ছোড়াছুড়ি পছন্দ করি না। কথা হোক উন্নয়ন নিয়ে। আমরা সকলে উন্নয়নের কাজ করতে চাই। ওঁরা ওঁদের দলের কথা বলবেন, আমরা আমাদের। মানুষ বেছে নেবেন। বিজেপি প্রার্থী ভারতী ঘোষ প্রসঙ্গে দেব বলেন, ভারতীদিকে চিনি। উনি শিক্ষিতা। ব্যক্তি আক্রমণে যাব না। চাইব, উনিও ব্যক্তি আক্রমণ থেকে দূরে থাকুন।

অভিনেতা দেবকে এবার পাল্টা দিলেন ভারতী ঘোষ। পাঁশকুড়ায় প্রচারে গিয়ে ভারতী ঘোষের অভিযোগ, দেব কিছুই করেননি। পাঁচ বছরে পাঁচবারও আসেননি। কারও সঙ্গে মেশেননি। কারও বাড়ি যাননি। এলাকার কোনও উন্নয়ন হয়নি।

বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বলেন, ভোটে জিতলে প্রথমেই আমি মানুষের কাছে আসব। এলাকা ভিত্তিক সমস্যার তালিকা তৈরি করব। এরপর কোন কাজ আগে প্রয়োজন, তার তালিকা তৈরি করব। তারপর সংসদে গিয়ে ওইসব সমস্যার কথা বলব। যতক্ষণ না সমস্যার সমাধান হয়, প্রত্যেকদিন বলব।

ভারতী ঘোষ জানান, মোদীজিকে একদিন বললেই উনি আমাকে প্রকল্প দিয়ে দেবেন। উনি বসেই আছেন উন্নতি করার জন্য। যেরকম আপনারা দেখছেন, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ অন্য রাজ্যে উন্নতি হয়েছে। এখানেও করতে হবে।