Wednesday, January 22, 2025
দেশ

ভারতে মানব শরীরে দেওয়া হল করোনা টিকা কোভ্যাক্সিন

চণ্ডীগড়: শুক্রবার হরিয়ানার রোহতাকে ভারত বায়োটেকের (Bharat Biotech) সম্ভাব্য করোনার (Covid-19) ভ্যাকসিন কোভাক্সিন (Covaxin) মানব শরীরে প্রয়োগ করা হল। প্রথম তিনজনের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হল।

উল্লেখ্য, হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিনের অপেক্ষায় বসে আছে গোটা বিশ্ব। চিনে, ব্রিটেন, রাশিয়ায় গবেষণা শুরু হয়েছে আগেই। এবার সেই পথে বেশ খানিকটা এগোল ভারত।

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। গত ১০ দিনে রোহতাকে ১০০ জন তাদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা প্রত্যেকেই এই গবেষণার অংশ হতে চায়।

উল্লেখ্য, ভারত বায়োটেক সম্প্রতি তাদের করোনার বিরোধী ভ্যাকসিন কোভাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার জন্য ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে। দেশে তৈরি করা সাতটি করোনার ভ্যাকসিনের মধ্যে দুটি তাদের ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়েছে।

এদিকে, রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে। তাঁরা হিউম্যান ট্রায়ালে সফল হয়েছে। তাঁরা ঘোষণা দিয়েছে, এবছরই তাঁদের নিজেদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হবে। আর বিদেশের জন্য উৎপাদন করা হবে আরও ১৭ কোটি ডোজ।