Monday, November 17, 2025
রাজ্য​

পঞ্চায়েত প্রধান-সহ ৪ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে, ভাবুক পঞ্চায়েত বিজেপির দখলে

মালদা: একুশের বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ২০০টি আসন দখল করা। রাজ্যে সরকার গড়তে নীল নকশা প্রস্তুত গেরুয়া শিবিরের। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় প্রথমে ২২, পরে ২৩ আসনপ্রাপ্তির লক্ষ্য নিয়েছিল ঝাঁপিয়েছিল বিজেপি। তবে ১৮টি আসন দখল করে বাংলায় নিজেদের ক্ষমতা জাহির করেছে মোদী-শাহ জুটি।

এবার পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রামপঞ্চায়েত দখল করল বিজেপি। পঞ্চায়েত প্রধান-সহ ৪ জন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। যার ফলে বিজেপির আসন সংখ্যা হল ৯। ফের পঞ্চায়েতের দখল যায় বিজেপির হাতে। যদিও তৃণমূলের দাবি, অপহরণ করে দলবদল করানো হয়েছে প্রধান লক্ষ্মীরাম হাঁসদাকে।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ভাবুক গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। ১৩ আসনের পঞ্চায়েতে ৯টি দখল করে গেরুয়া শিবির। বাকি ৪টি আসন পায় তৃণমূল। গত নভেম্বরে পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-সহ ৪ জন বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা বেড়ে হয় ৮। পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল।

তবে দলবদলের নয় মাস কাটতে না কাটতেই ফের পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-সহ ৪ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরলেন। যার ফলে ফের পঞ্চায়েতের দখল যায় বিজেপির হাতে।

লক্ষ্মীরাম হাঁসদা জানান, ভুল বুঝে তৃণমূলে গিয়েছিলাম। তাই ফের বিজেপি ফিরলাম। যদিও তৃণমূলের তরফে জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকারের অভিযোগ, লক্ষ্মীরামবাবুকে অপহরণ করে দলবদল করিয়েছে বিজেপি।