Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

শান্তির জন্য মোদীকেই ফের ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান ইমরান

ইসলামাবাদ: শান্তি আলোচনার মাধ্যমে চলমান পাক-ভারত উত্তেজনা নিরসনে দিল্লির মসনদে মোদীকেই পছন্দ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। লোকসভা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় যখন উত্তপ্ত গোটা ভারত ঠিক তখনই এ বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান।

পুলওয়ামা হামলার ইস্যুতে চলমান ভারত-পাকিস্তান দ্বন্দ্বের নিরসনে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই তুলোনামূলকভাবে ইতিবাচক বলে বিবেচনা করছেন ইমরান খান।

এ প্রসঙ্গে ইমরান খান বলেছেন, পরবর্তী নির্বাচনে কংগ্রেস বিজয়ী হলে পাক-ভারত সমঝোতা আলোচনার বিষয়টি কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কাশ্মীর সমস্যা নিরসনে দুপক্ষের আলোচনা ব্যর্থ হবার সম্ভাবনা বেশি বলেই মনে করেন তিনি।

অপরদিকে, বিজেপি ফের সরকার গঠন করলে ডানপন্থী এই রাজনৈতিক প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে এ সংকট মোচনের সম্ভাবনা অধিক বলে মনে করছেন তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অভ্যন্তরে জঙ্গি-দমনের প্রক্রিয়া তাঁর সরকার অব্যহত রাখবে। এক্ষেত্রে পাক সেনার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে তাঁর সরকার। ইমরান খান বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র পথ।