পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন নেতানিয়াহু
জেরুসালেম: প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজকে হারিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আরও একবার নির্বাচিত হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। রেকর্ড গড়ে এই নিয়ে পাঁচবার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনে কোনও পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দুই পক্ষই সমান ৩৫টি করে আসন পেয়েছে। কিন্তু ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করায় ১২০ আসনের মধ্যে ৬৫টি আসন দখল করে জোট সরকার গঠন করতে চলেছেন ডানপন্থী নেতা নেতানিয়াহু।
My dear friend Bibi, Congratulations! You are a great friend of India, and I look forward to continuing to work with you to take our bilateral partnership to new heights. @netanyahu
— Chowkidar Narendra Modi (@narendramodi) 10 April 2019
পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে অন্য একটি রেকর্ডও গড়বেন নেতানিয়াহু। দেশটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নকে ছাপিয়ে নেতানিয়াহুই হবেন টানা সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ২০০৯ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন নেতানিয়াহু।