‘সাবাস বন্ধু’, মোদীকে শুভেচ্ছা নেতানিয়াহুর
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নিরঙ্কুশ জয়ের পথে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সাবাস বন্ধু’ সম্বোধন করে এক টুইট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
টুইটারে মোদীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘সাবাস, আমার বন্ধু! নির্বাচনের এ ফলাফলের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে তোমার নেতৃত্ব আরো শক্তিশালী হলো। ভারত ও ইসরায়েলের মধ্যকার মহান বন্ধুত্বকে আরও দৃঢ়তর করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।’
Congratulations, my friend @Narendramodi, on your impressive election victory! The election results further reaffirm your leadership of the world’s largest democracy. Together we will continue to strengthen the great friendship between India & Israel.
Well done, my friend! ?????— Benjamin Netanyahu (@netanyahu) May 23, 2019
বৃহস্পতিবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে বিজেপি জোট ৩৫৩টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে বিজেপির আছে ৩০৩টি আসন। যেখানে ক্ষমতায় বসার জন্য প্রয়োজন ২৭২ আসন।