Monday, March 24, 2025
রাজ্য​

অভিনেত্রী রিমঝিম মিত্র সহ একঝাঁক টলি তারকা যোগ দিলেন বিজেপিতে

কলকাতা: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রিমঝিম মিত্র সহ একঝাঁক টলি তারকা। রিমঝিম ছাড়াও বিজেপিতে যোগ দেন অভিনেতা সুরজিৎ চৌধুরী এবং মডেল পামেলা গোস্বামী। এ ছাড়া এদিন বিজেপিতে যোগ দেন তৃণমূল মহিলা কংগ্রেসের উত্তর ২৪ পরগনার সাধারণ সম্পাদক। এর আগে বৃহস্পতিবার টলিউডের ১২ জন অভিনেতা-অভিনেত্রী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠক মিটতেই বেশ কয়েকজনের যোগদান পর্ব অনুষ্ঠিত হয় সংবাদ মাধ্যমের সামনেই। তখনই রিমঝিম সহ একঝাঁক টলি তারকা বিজেপিতে যোগ দেন।

দিলীপ ঘোষের দাবি, আগে টলিউডে ভয় দেখানোর রাজনীতি চলেছে। এখন মানুষ সাহস পেয়েছেন। তাই বহু তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরো তারকারা বিজেপিতে যোগ দিতে চলেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কৌশিক প্রমুখ।