Saturday, December 9, 2023
কলকাতা

সংখ্যালঘু স্কলারশিপে এক নম্বরে বাংলা, গত ১২ বছরে ৩ কোটি ৬৩ লাখ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের ইমাম-মোয়াজ্জেমদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন তিনি। তাঁদের মাসিক ভাতা ২৫০০ থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। 

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার যথাসম্ভব সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে। ভাতার পাশাপাশি ইমাম-মোয়াজ্জেম বা তাঁদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত সরকারি গ্যারান্টিতে ঋণ দেওয়া হবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু স্কলারশিপে পশ্চিমবঙ্গ এক নম্বর। গত ১২ বছরে ৩ কোটি ৬৩ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। কেন্দ্র ওবিসিদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ বাংলার ৯৭ শতাংশ সংখ্যালঘু ওবিসির মধ্যে পড়েন। তবে আমাদের সরকারের শিক্ষাশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, কোনও প্রকল্পেই হিন্দু-মুসলিমে কোনও ভেদাভেদ নেই।’