Tuesday, December 10, 2024
রাজ্য​

লোকসভায় রাজ্যে ৪২ এ চাই ২৮টি আসন, মোক্ষম কৌশল বঙ্গ বিজেপির

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তবে এখন থেকেই নির্বাচনের সেই রেশ টের পাওয়া যাচ্ছে। মমতাকে রুখতে এগোচ্ছে বঙ্গ বিজেপিও। দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-রা আগের বারের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। চার বছরে ধারে-ভারে অনেকটা বেড়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল বলতে গেলে এখন গেরুয়া শিবিরই। সেই জায়গা থেকেই আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দিলীপ ঘোষরা।

রাজ্যের এক তৃতীয়াংশ জনসংখ্যা সংখ্যালঘু। সুতরাং তাঁদের মন জুগিয়ে চলতে হলে পদ্ম শিবিরকে আরও কিছুটা নমনীয় হতে হবে। এবং লোকসভা ভোটে রাজ্যের দিকে তাকিয়ে সংখ্যালঘু প্রার্থী বেশি করে দিতে হবে। একমাত্র তাহলেই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে লড়া সম্ভব হবে।

উল্লেখ্য, এবছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তুলনামূলক ভাবে ভালো ফলাফল করেছে। রাজ্যে তৃণমূলের বিপুল ভোটে জয় হলেও বিজেপি দ্বিতীয় দল হিসাবে উঠে এসেছে। অনেক আসনে বিজেপি জয়ী হয়েছে। যার মধ্যে অনেক আসনে মুসলিম প্রার্থী জয়যুক্ত হয়েছে। আর এই রণকৌশলকে সামনে রেখেই সারা রাজ্যে লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ে সংখ্যালঘুদের ওপরে জোর দিতে চাইছে গেরুয়া শিবির।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দল ভাবছে বেশি করে মুসলমান প্রার্থীদের টিকিট দিতে। যদিও দল ধর্ম দেখে টিকিট দেয় না। তবে ঘটনা হল, সংখ্যালঘু সমাজের বহু মানুষ বিজেপির প্রতীকে লড়তে চেয়ে আবেদন করেছেন। তাঁদের অনেককেই টিকিট দেওয়া হবে।

পাশাপাশি রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান আলি হোসেন বলেছেন, বাংলায় মুসলমানরা ভোটের ক্ষেত্রে নির্ণায়ক ফ্যাক্টর। ফলে তাঁদের কোনওভাবেই অবহেলা করা যাবে না।