Tuesday, March 25, 2025
দেশ

ইসরোর জন্য গর্বিত হোন, মমতার আক্রমণের পাল্টা নির্মলা সীতারামনের

কলকাতা: অর্থনৈতিক দিক থেকে নজর ঘোরাতে মোদী সরকার চন্দ্রযান ২ ইস্যু তুলে ধরেছে বলে অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তারই জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বললেন, সারা বিশ্বে ইসরো, তাদের কাজের জন্য প্রশংসিত।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে ইসরো কাজের জন্য প্রশংসিত, বিশেষ করে এই অভিযানটি ঐতিহাসিক এবং সেই জায়গা ছুঁতে চলেছে, যেখানে কোনও দেশ পৌঁছাতে পারেনি। তিনি আরও বলেন, এটা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের। ইসরোর প্রতি গর্বিত হওয়া ছাড়া অন্য কোনও দিকে তাঁকানোর প্রয়োজন নেই।

অসমের এনআরসি নিয়ে বিধানসভায় আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মনে হচ্ছে, দেশে এই প্রথমবার চন্দ্রাভিযান হচ্ছে। মনে হচ্ছে, তাঁরা ক্ষমতায় আসার আগে কোনও মিশন হয়নি। অর্থনৈতিক দিক থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে শেষ মুহূর্তে চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয় ইসরোর। ইসরোর এই প্রচেষ্টা নজর কেড়েছে গোটা বিশ্বের। চন্দ্রাভিযানের আগেই ইসরোর তরফে জানানো হয়েছিল, চন্দ্রযান ২ মিশন অত্যন্ত জটিল একটি বিষয়। আগের অভিযানগুলির তুলনায় এটি অনেকবেশি উন্নত। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও কোনও অভিযান হয়নি। সেখানেই কাজ করবে চন্দ্রযান ২।