Thursday, June 19, 2025
Latestখেলা

১০ মাস নয়, তিন বছর বোর্ড সভাপতি পদে থাকতে পারেন সৌরভ

মুম্বাই: সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর যেভাবে ভারতীয় ক্রিকেটের উন্নতিসাধনে কাজ করে চলেছেন তাতে অত্যন্ত খুশি বিসিসিআই। বোর্ড সভাপতি পদে ১০ মাস থাকার কথা ছিল সৌরভের। তবে বোর্ডের কর্মকর্তারা চাইছেন, বোর্ড সভাপতি পদে আরও কয়েকবছর থাকুক সৌরভ গঙ্গোপাধ্যায়।

জানা গেছে, আগামী ১ ডিসেম্বর মুম্বাইতে বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সহকারীদের কার্যকালের মেয়াদ বৃ্দ্ধিতে জোর দেবেন বিসিসিআইয়ের সদস্যরা। যদিও এই প্রস্তাব পাস করানোর জন্য বোর্ডের সদস্যদের মধ্যে তিন-চতুর্থাংশের সমর্থন প্রয়োজন, পাশাপাশি এই প্রস্তাবে সুপ্রিম কোর্টেরও অনুমোদন থাকতে হবে।

নিয়ম অনুযায়ী, বোর্ড বা রাজ্য সংস্থায় কোনও ব্যক্তি যদি টানা দুই মেয়াদে (৬ বছর করে এক-একটি মেয়াদ) পদে থাকেন, তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তাঁকে কুলিংঅফ পিরিয়ড কাটিয়ে আবার আসতে হবে। সেই নিয়ম অনুযায়ী, বোর্ড সভাপতি পদে মাত্র ১০ মাস সময় থাকার কথা ছিল সৌরভের।

বিসিসিআই যদি প্রস্তাব দেয় এবং সুপ্রিম কোর্ট যদি তা গ্রহণ করে তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ৯ মাসের পরিবর্তে বোর্ড সভাপতি পদে আগামী ৬ বছর থাকতে পারবেন। বিসিসিআই প্রস্তাব দিতে চাইছে যে কোনও ব্যক্তি যদি একটানা ৬ বছর বিসিসিআই বা স্টেট অ্যাসোসিয়েশনের হয়ে পদে বহাল থাকেন একমাত্র সেই ক্ষেত্রেই তাঁকে কুলিং পিরিয়ডে যেতে হবে।