প্রয়াত একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধের ‘নায়ক’ কুলদীপ সিং চাঁদপুরী
চণ্ডীগড়: না ফেরার দেশে চলে গেলেন মহাবীর চক্র সম্মানে ভূষিত কুলদীপ সিং চাঁদপুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শনিবার পাঞ্জাবের মোহালির ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারত মাতার এই বীর সন্তান।
বলিউড অভিনেতা সানি দেওলের ‘বর্ডার’ সিনেমায় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে কুলদীপ সিং চাঁদপুরীর বীরত্ব কথা। পাকিস্তানের বিশাল সেনার সামনে দাঁড়িয়ে ‘বর্ডার’ সিনেমায় সানি দেওল ভারতীয় জওয়ানদের বলেছিলেন, আমরা অন্যের দেশের দিকে তাকাই না। কিন্তু এতটাও অকর্মণ্য সন্তান নই আমরা যে, আমাদের দেশ মাতার দিকে কেউ চোখ তুলে তাকালে, আমরা চুপচাপ বসে থাকব।
My tributes to the Hero of the 1971 yuddh, the great Brigadier Kuldip Singh Chandpuri, Maha Vir Chakra who has passed away. We shall remain forever indebted for His valour and sacrifice. Om Shanti ! pic.twitter.com/OUoiiDE8Tl
— Virender Sehwag (@virendersehwag) 17 November 2018
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি ছিলেন রাজস্থানের লোঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বে। ৫ ডিসেম্বর রাতে পাকিস্তান রেজিমেন্ট টি-৫৯ এর সহায়তায় ৫১ পদাতিক ব্রিগেডসহ পূর্ণশক্তি নিয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায়। পাক সেনাদের উদ্দেশ্য ছিল লোঙ্গেওয়ালা এবং রামগড় দখল করা। মাত্র ১২০ জন ভারতীয় সেনাকে নিয়ে সারারাত প্রতিহত করেন সেই আক্রমণ। শেষ পর্যন্ত পাকিস্তানি সেনাকে পিছু হটতে বাধ্য করেন। এই বীরত্বের জন্য তাঁকে ভারতীয় সেনার তরফে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘মহাবীর চক্র’ প্রদান করে ভারত সরকার।
কুলদীপ সিং চাঁদপুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। শোকজ্ঞাপন করে তিনি বলেন, ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরির মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। তিনি খুব সাহসী যোদ্ধা ছিলেন। লোঙ্গেওয়ালা যুদ্ধের নায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতমাতা এক বীর সন্তানকে হারালো। ওঁর মৃত্যুর পর ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।