Sunday, June 22, 2025
Latestরাজ্য​

প্রয়াত হলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত

কলকাতা: মারা গেলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত। সোমবার বেলা ১০ টা ৪২ মিনিটে অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। অসুস্থতার জেরে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বরুণ সেনগুপ্ত ১৯৮৪ সালের ৭ নভেম্বর থেকে বর্তমান পত্রিকার প্রকাশনা শুরু করেন। ২০০৮ সালে দাদা বরুণ সেনগুপ্তের মৃত্যুর বর্তমান পত্রিকার সম্পাদক হন শুভা দত্ত। তারপর থেকে এদিন অবধি তাঁর নেতৃত্বেই প্রকাশিত হয়ে আসছে বর্তমান পত্রিকা।

প্রয়াত সম্পাদককে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লেখেন, বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত-র প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত। ওঁনার আত্মার শান্তি কামনা করি।


শুভা দত্তের জীবনাবসানে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম-এর রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুভা দত্তের আদি বাড়ি বরিশালে, তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা কলকাতাতেই। নির্মলানন্দ সেনগুপ্তের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠা ছিলেন শুভা দত্ত। বরুণ সেনগুপ্ত ছিলেন তাঁর প্রিয় মেজদা। তাঁকে নিয়েই লিখেছিলেন ‘মেজদা’ বইটি।