Sunday, March 16, 2025
রাজ্য​

ফের ধাক্কা! রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ

বারাসাত: ফের ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিল বারাসাত আদালত। জেলা জজ জানিয়েছেন, জেলা আদালতের এক্তিয়ার নেই আগাম জামিনের আবেদন বহাল করার।

সোমবার সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার। সেই আবেদন শুনতেই রাজি হয়নি বিশেষ আদালত। আদালত জানিয়েছে, তাঁদের এই মামলা শোনার এক্তিয়ার নেই। এরপর জেলা দায়রা আদালতে আবেদন করেন রাজীবের আইনজীবী।

অন্যদিকে, মঙ্গলবার বেলা একটার মধ্যে রাজীবকে হাজিরার জন্য চূড়ান্ত সময় দিয়েছিল সিবিআই। এর আগে ২ বার সমন জারি করলেও তিনি হাজিরা দেননি। কলকাতা হাইকোর্ট তাঁর ওপর থেকে রক্ষাকবচ তোলার পর থেকেই নিখোঁজ রাজীব কুমার।

সিবিআই অফিসে হাজিরা দেওয়ার জন্য তাঁর বাড়িতে নোটিশ পাঠানো হলেও রাজীবের সন্ধান মেলেনি। রাজীবের খোঁজে সোমবার নবান্নে হানা দেন সিবিআই আধিকারিকরা। নবান্ন জানিয়েছে, রাজীব কুমার ছুটিতে আছেন। রাজ্য প্রশাসনের তরফে পুলিশের ডিজি, মুখ্য ও স্বরাষ্ট্র সচিব সিবিআইকে জানিয়েছেন, রাজীব কুমারের খোঁজ তাঁদের জানা নেই।