Tuesday, November 18, 2025
দেশ

কিছু বলতে গেলে মনমোহনকে থামিয়ে দিতেন সোনিয়া: বারাক ওবামা

ওয়াশিংটন: সদ্য প্রকাশিত হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী ‘আ প্রমিস্‌ড ল্যান্ড’ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রাজনীতিতে। এই বইয়ে চমকপ্রদ সব তথ্য উঠে এসেছে! এই বইয়ের পাতায়-পাতায় ভারতীয় রাজনীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

এই বইয়ে ভারত সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে একটি ডিনার বৈঠকের কথা উল্লেখ করেছেন ওবামা। সেই বৈঠকে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁন্ধী ও তাঁর পুত্র রাহুল গাঁন্ধী।

আত্মজীবনীতে ওবামা লিখেছেন, যেটুকু বুঝেছি, কথা বলার চেয়ে শ্রোতার ভূমিকায় থাকতেই বেশি পছন্দ করেন সোনিয়া। মনমোহন কোনও বিষয়ে কথা তুলতে গেলেই সোনিয়া ওঁকে থামিয়ে দেন। আর আলোচনাকে বার বার ওঁর ছেলের দিকে ঘুরিয়ে দিতে চাইতেন সোনিয়া।

মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করে ওবামা লিখেছেন, যতটা সম্ভব জাতপাতের রাজনীতির উর্ধ্বেে ভারতকে চালানোর চেষ্টা করেছিলেন মনমোহনই। নতুন ভারতীয় অর্থনীতির রূপকার তিনিই। শিখ পরিবার থেকে নিজের শিক্ষা-দীক্ষার বলে উঠে এসে দেশের সর্বোচ্চ সম্মানের পদে। দেশকে সঠিক সময়ে সঠিক ভাবে সঠিক দিকে নিয়ে গিয়েছিলেন তিনি। দেশবাসীর আস্থা ও বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়েছিলেন তিনি।