পর্নসাইট নিষিদ্ধের সিদ্ধান্ত ভারতীয়দের জন্য হিতকর নয়, কেন্দ্রকে তোপ পর্নহাব কর্তার
ভারতে পর্ন সাইট নিষিদ্ধ হওয়ায় হিতে বিপরীত হতে পারে। ঘটতে পারে অন্য বিপদ। এই মর্মে সরব হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন সাইট ‘পর্ন হাব’-এর ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস। গোটা দেশে পর্ন সাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টেলিকম মন্ত্রক। ভারত সরকারের এই সিদ্ধান্তে মোটেও খুশী নন কানাডার অ্যাডাল্ট এন্টারটেইমেন্ট নেটওয়ার্ক পর্ন হাব।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সাম্প্রতিক পর্ন ব্যান নিয়ে অন্য আশঙ্কা প্রকাশ করেছেন কোরি। তাঁর মতে, এতে মানুষের পর্ন দেখার প্রবণতা কমবে না। বরং পর্ন-সন্ধানী মানুষ আরও ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কন্টেন্টের সাইটের দিকে চলে যাবেন। তাতে বিপদ বাড়বে বই কমবে না।
সম্প্রতি উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশে ভারত সরকারের টেলিকম বিভাগ ৮২৭টি পর্ন সাইটকে এ দেশে নিষিদ্ধ করে, যার মধ্যে ‘পর্ন হাব’-ও রয়েছে। উল্লেখ্য, অ্যালেক্সার রিপোর্ট অনুযায়ী বিশ্বের ২৯ তম জনপ্রিয় সাইট হল পর্ন হাব। ভারতের মতো বড় দেশে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় ভিউয়ার সংখ্যা একলাফে অনেকটা কমেছে পর্নহাবের। তাই এবার আসরে নামল তারাও। পর্ন সাইটের দর্শকদের বিচারে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে ভারত। স্বাভাবিকভাবেই ভারতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া বড় ধাক্কা সাইটগুলির জন্য।
কোরি প্রাইস বলেন, লুকিয়ে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ভারতে নির্দিষ্ট কোনও আইন নেই। অথচ আমাদের মতো স্বীকৃত সাইটগুলিকে দায়ী করা হচ্ছে। তিনি বলেন, ভারতে গুরুতর সমস্যা সমাধান করতে পারছে না সরকার, সে কারণে পর্ন সাইটগুলিকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তিনি বলেন, আমাদের সংস্থা সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে। আমরা সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। এই সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তার সমাধান করতে আমরা সরকারকে সাহায্য করতে রাজি।