Saturday, February 8, 2025
আন্তর্জাতিকখেলা

মহিলাদের ফুটবল খেলা ইসলামবিরোধী, মাঠে হামলা ইসলামপন্থীদের, বাংলাদেশে বাতিল ম্যাচ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে মহিলাদের ফুটবল খেলার বিরুদ্ধে ইসলামপন্থী গোষ্ঠীর বিক্ষোভের জেরে পরপর দুটি ম্যাচ বাতিল হয়েছে। জয়পুরহাট ও রংপুর জেলায় চলমান মহিলাদের ফুটবল ম্যাচে ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক এবং আরও কিছু ব্যক্তি মিছিল করে মাঠে পৌঁছান ও প্রতিবাদ জানান।

টুর্নামেন্ট আয়োজক স্যামুয়েল হাসান ইমন জানিয়েছেন, শতাধিক বিক্ষোভকারী মাঠের উদ্দেশে রওনা দিলে পরিস্থিতির অবনতি হয় এবং বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়।

একই রকম ঘটনা ঘটে দিনাজপুরের নিকটবর্তী শহরেও। সেখানেও ইসলামপন্থীদের বিক্ষোভের কারণে প্রশাসনকে মহিলাদের ম্যাচ স্থগিত করতে হয়। সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে ইট ছুড়ে আক্রমণ করে, যার ফলে অন্তত চারজন আহত হন।

বিক্ষোভকারীদের দাবি, মহিলাদের ফুটবল খেলা ইসলামবিরোধী। এক মাদ্রাসার প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিকী বলেন, “আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যাওয়া যেকোনো কিছু বন্ধ করা ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে।”

এই ঘটনায় বাংলাদেশে নারীদের ক্রীড়া স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে এই ধরনের বাধার ফলে মহিলাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের উপর একের পর এক ফতোয়া জারি করে চলেছে। নারী স্বাধীনতা সেখানে নেই বললেই চলে। হাসিনা সরকারের পতনের পরে ‘নয়া বাংলাদেশে’ নারী স্বাধীনতার হাল কী আফগানিস্তানের মতো হতে চলেছে?