Monday, March 24, 2025
দেশ

সংখ্যালঘুদের অবস্থা দেখতে বাংলাদেশে যাওয়া উচিত বিশেষজ্ঞদের: মোদী

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারি বাসভবনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। মোদী বলেন, বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে তা দেখতে বিশেষজ্ঞদের বাংলাদেশে যাওয়া উচিত।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহায়তা চাইলে নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় সরকার রোহিঙ্গা সমস্যাটি ইতোমধ্যেই মায়ানমারের কাছে তুলে ধরেছে।

মোদী বলেন, সমস্যাটি অবশ্যই সমাধান করতে হবে বলে মনে করে ভারত। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য আবারও মায়ানমারের সঙ্গে আলোচনা করবে ভারত।

এসময় মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া বাংলাদেশের ভূমি ব্যবহার করে সন্ত্রাসী, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা যেন ভারতসহ অন্যান্য দেশের ক্ষতি করতে না পারে সেজন্য বাংলাদেশের নেয়া নীতির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।