জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারাল টাইগাররা
ওভাল: দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করল বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ খেলে এদিন দক্ষিণ আফ্রিকাকে হারায় টাইগাররা।
এদিন লন্ডনের দ্য ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে পুরো ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানের বেশি করতে পারেনি দ.আফ্রিকা।
Bangaldesh register their first victory in @cricketworldcup 2019 by defeating @OfficialCSA by 21 runs at The Oval. #RiseOfTheTigers #BANvSA #CWC19 pic.twitter.com/fNsCQL21XJ
— Bangladesh Cricket (@BCBtigers) June 2, 2019
মুশফিকুর ও সাকিবের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। মুশফিক ৮০ বল থেকে ৭৮ এবং সাকিব ৮৪ বলে করেন ৭৫ রান। এছাড়া তৃতীয় উইকেটে সাকিব-মুশফিক বিশ্বকাপে বাংলাদেশর সর্বোচ্চ ১৪২ রান করেন। সাকিব এই ম্যাচে সব ফরম্যাটে ১১ হাজারি ক্লাবে নাম লেখান।
এছাড়া মাহমুদউল্লাহ ৩৩ বল থেকে অপরাজিত ৪৬ ও সৌম্য ৩০ বলে ৪২ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ক্রিস মরিস, ইমরান তাহির ও আন্দিলে পেলুকায়ো দুটি করে উইকেট নেন।