Monday, March 17, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনই পরাধীনতা থেকে মুক্তির দাবি বালুচিস্তানের

কোয়েটা: বুধবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কাশ্মীরি ভাইদের জন্য কেঁদে ভাসালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বললেন, স্বাধীনতা দিবস আনন্দের দিন হলেও কাশ্মীরিদের দুরবস্থা দেখে তাদের মন দুখে ভরে আছে। আগামী দিনে কাশ্মীরিদের তাঁরা রাজনৈতিক, নৈতিক ও কুটনৈতিক সমর্থন দিয়ে যাওয়ার অজ্ঞীকারও করেন। তবে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনই পরাধীনতা থেকে মুক্তির দাবি বালুচিস্তানের বাসিন্দাদের।

#BalochistanSolidarityDay ও #14AugustBlackDay এই দুটি হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে থাকা বালুচিস্তানের বাসিন্দারা প্রকাশ্যে প্রতিবাদী হয়ে উঠেছেন।


উল্লেখ্য, ১৯৪৮ সালে বালুচিস্তানের দখল নিয়েছিল পাকিস্তান। তারপর থেকে চলছে আন্দোলন। ১৯৯৬ সালে বালুচিস্তানের নেতা হিরবায়ির মাররি পরাধীনতা থেকে মুক্তির জন্য সংগ্রাম শুরু করেন।


এখন তাঁরা মনে করছেন, ভারত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা এনে দিতে পারে বালুচিস্তানকে।