Sunday, February 9, 2025
খেলা

সোনা জিতে অভিনন্দনকে উৎসর্গ করলেন কুস্তিগীর বজরং পুনিয়া

সোফিয়া: বুলগেরিয়ায় অনুষ্ঠিত ড্যান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে সোনা জিতলেন ভারতের কুস্তিগীর বজরং পুনিয়া। নিজের এই সোনার পদক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন পুনিয়া।

এদিন ৬৫কেজি ফ্রিস্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান অলিভারকে ১২-৩ এ হারান বজরং। এছাড়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টও পেয়েছে ভারত

সোনার পদক জেতার পর নিজের টুইটারে পুনিয়া লিখেছেন, এই জিত আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম। তিনি আমাকে অনুপ্রাণিতে করেছেন; আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।