সোনা জিতে অভিনন্দনকে উৎসর্গ করলেন কুস্তিগীর বজরং পুনিয়া
সোফিয়া: বুলগেরিয়ায় অনুষ্ঠিত ড্যান কোলোভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে সোনা জিতলেন ভারতের কুস্তিগীর বজরং পুনিয়া। নিজের এই সোনার পদক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন পুনিয়া।
এদিন ৬৫কেজি ফ্রিস্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান অলিভারকে ১২-৩ এ হারান বজরং। এছাড়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টও পেয়েছে ভারত
मैं अपना गोल्ड मेडल हमारे बहादुर वायु योद्धा #WingCommandorAbhinandan को समर्पित करना चाहता हूं। उन्होंने मुझे बहुत प्रेरणा दी और मुझमें जोश भर दिया। मैं किसी दिन उनसे मिलकर उनसे हाथ मिलाना चाहता हूं।
?? जय हिन्द जय भारत ??? pic.twitter.com/Ww54FKt1VU— Bajrang Punia (@BajrangPunia) 2 March 2019
সোনার পদক জেতার পর নিজের টুইটারে পুনিয়া লিখেছেন, এই জিত আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম। তিনি আমাকে অনুপ্রাণিতে করেছেন; আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।
Welcome Home brother #WingCdrAbhinanadan. Salute to the brave heart. We are proud of you . Jai hind?? pic.twitter.com/cXw4JQOFOb
— Bajrang Punia (@BajrangPunia) 2 March 2019