কুস্তিতে এখন বিশ্বের এক নম্বর ভারতের বজরং পুনিয়া
নয়াদিল্লি: কুস্তির বিশ্ব-র্যাঙ্কিংয়ে অন্যদের টেক্কা দিয়ে, ৬৫ কেজি ক্যাটেগরিতে এই প্রথমবার শীর্ষে উঠে এলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। শনিবার কুস্তির ৬৫ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর স্থান দখল করেন। UWW (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) তালিকায় প্রকাশিত র্যাঙ্কিং টেবিলে ৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বজরং।
এবছর দুরন্ত ফর্মে রয়েছেন বজরং পুনিয়া। ২৪ বছর বয়সী বজরং এই মরশুমে পাঁচটি পদক জিতেছেন। তার মধ্যে এশিয়ান গেমস ও সিডব্লিউজি’তে তাঁর দু’টি সোনা রয়েছে। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে জিতেছেন রুপোর পদক।
Many congratulations to our star wrestler #BajrangPunia on becoming world’s no.1 in freestyle 65 Kg weight category.#India is immensely proud of you. ??? pic.twitter.com/tOIHRW7Ua1
— Dept of Sports MYAS (@IndiaSports) 10 November 2018
বিশ্বের এক নম্বর হওয়ার পর বজরং বলেন, প্রতেক অ্যাথলিটই এক নম্বর জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখে। কিন্তু, যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে এক নম্বর হতে পারতাম তাহলে ভালো হতো। তিনি বলেন, আমি কঠোর পরিশ্রম করছি। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাসহ এই র্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করব।
৬৫ কেজি বিভাগে ৬৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন আলেজান্দ্রো এনরিকে ভালদেস। বুদাপেস্টে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে এই আলেজান্দ্রোকে হারিয়েই ফাইনালে ওঠেন বজরং। ৬৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন রাশিয়ার আহমেদ চাকেভ। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন টাকুটো ওটোগুরো ৫৬ নম্বর নিয়ে রয়েছেন ৪ নম্বরে। তুরস্কর সেলাহাটিন কিলিসসালায়ান ৫০ পয়েন্ট নিয়ে আছেন ৫ নম্বরে।