Tuesday, December 10, 2024
দেশ

নমাজ পড়ায় ‘অপবিত্র’ তাজমহল! পবিত্রতা রক্ষায় পুজো বজরং দলের

লখনউ: তাজমহল না নাকি তেজো মহল এ নিয়ে বিতর্ক বহুদিনের। সেই বিতর্ক আরও বাড়িয়ে তুলল বজরং দল। দলের মহিলা শাখার জেলা সভানেত্রী মীনা দিবাকর তাঁর সঙ্গীদের নিয়ে তাজমহলকে শুদ্ধ করতে ধূপধুনো দেখিয়ে ও গঙ্গাজল ছিটিয়ে ‘পবিত্র’ করে তোলেন। আরতিও করেন। সম্প্রতি সেই আরতির ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, আরবিডির মহিলা শাখার জেলাধিপতি মীনা দিবাকর তাঁর সঙ্গীদের নিয়ে তাজমহলের ভিতর আরতি করছেন। যে কথা তিনি নিজে স্বীকারও করেছেন। মীনা দিবাকর এ প্রসঙ্গে বলেন, আমরা ধূপ, দেশলাই আর গঙ্গাজল নিয়ে তাজমহল চত্বরে প্রবেশ করি। তারপর সেখানে পুজো-আরতি করা হয়। আসলে জায়গাটি ‘পবিত্র’ করছিলাম আমরা। কারণ বাস্তবে এটি একটি শিব মন্দির। প্রতিদিন নমাজ পড়ে এর পবিত্রতা নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মীনা দিবাকর আরও বলেন, তেজো মহালয়া শিব মন্দিরের জন্যই পরিচিতি পেয়েছে তাজমহল। এই স্থানে শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্যান্য দিন এখানে নমাজ পড়া হয়। সেই কারণেই আমরা আরতি করে জায়গাটাকে পবিত্র করছিলাম। সপ্তাহের অন্যান্য দিন নমাজ পড়া রোখার জন্য যদি আমাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়, তাহলে তার জন্য আমরা প্রস্তুত।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রীয় বজরং দলের নেতা গোবিন্দ পরাশার হুমকি দিয়েছিলেন তাজমহলে পুজো করা হবে। পুজোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এএসআইয়ের নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া না হয়, তাহলে হিন্দু কর্মীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে?

প্রসঙ্গত, সম্প্রতি শুক্রবার বাদে তাজমহলের মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করেছে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)। তবে শুক্রবারের নামাজে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন। এখন শুক্রবার ছাড়া অন্যদিন নমাজ পড়া বন্ধ। তবুও আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার নির্দেশকে অমান্য করে অন্য দিনে তাজমহলে ঢুকে নমাজ পড়েন স্থানীয়রা। এমনটাই অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ করে বজরং দল।