বিজেপিতে যোগ দিলেন শোভন-বৈশাখী
নয়াদিল্লি: সমস্ত জল্পনা সত্যি করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। রাজনীতির সফরেও এবার সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও যোগ দিলেন বিজেপিতে এদিন দলীয় উত্তরীয় পরিয়ে শোভন ও বৈশাখীকে বিজেপিতে অভ্যর্থনা জানান বিজেপি নেতা মুকুল রায়।
উত্তরীয় পরানোর পর বৈশাখীকে বন্দ্যোপাধ্যায়কে মুকুল রায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়। উল্লেখ্য, শোভনের বিজেপিতে যোগদান নিশ্চিত হতেই জল্পনায় জুড়েছে নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তর নামও। পাশাপাশি, জল্পনায় জুড়েছে রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়েরও বিজেপিতে যোগদানের জল্পনা।
উল্লেখ্য, মঙ্গলবারই ইঙ্গিত মিলেছিল শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভার মত্স্য ও প্রাণীসম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন তিনি। এরপর রাতের বিমানেই দিল্লি উড়ে যান শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরই বুধবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন।
Delhi: TMC MLA Sovan Chatterjee joins Bharatiya Janata Party in presence of BJP leader Mukul Roy, at party headquarters. pic.twitter.com/LAoG2lLyif
— ANI (@ANI) August 14, 2019
যোগদান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ সাফ বলেন, শোভন- বৈশাখীকে বিজেপিতে স্বাগত। দিলীপবাবু বলেন, শোভনবাবুর মতো অভিজ্ঞ নেতার বিজেপিতে যোগদানের ফলে দলেরই লাভ হবে।
পাশাপাশি দিলীপ ঘোষ আরো বলেন, অনেকেই বিজেপিতে যোগদান করতে চেয়ে যোগাযোগ করছেন। কিন্তু তাঁদের পুলিশ কেসের ভয় দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে বলে তোপ দাগেন দিলীপ ঘোষ।