Sunday, June 22, 2025
Latestদেশ

সদলবলে বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, এক হল BJP- JVMP

রাঁচি: বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। পূর্ব ঘোষণা মতো ১৪ বছরের অভিমান ভুলে, সদলবলে বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান তথা ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি।

সোমবার রাঁচিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বাবুলাল মারান্ডি। এসময় হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।


২০০০ সালে বিজেপির টিকিটে ভোটে জিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাবুলাল মারান্ডি। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নানা কারণে মত বিরোধের জেরে দল ত্যাগ করেন তিনি। নিজে গঠন করেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। তবে প্রায় ১৪ বছরের অভিমান ভুলে ফের বিজেপিতে ফিরলেন তিনি। একই সঙ্গে তাঁর দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চাও মিশে গেল বিজেপিতে।

অমিত শাহ জানিয়েছেন, ২০১৪ সালে তিনি দলের সভাপতি হওয়ার পর থেকেই বাবুলাল মারান্ডিকে বিজেপিতে ফেরানোর চেষ্টা চালান। তবে বাবুলাল মারান্ডি একটু জেদি হওয়ার কারণেই তাঁর মন বদলাতে এতদিন সময় লেগে গেল। অমিত শাহ জানিয়েছেন, ঝাড়খন্ডবাসীর ইচ্ছেতেই বাবুলাল মারান্ডি বিজেপিতে যোগ দিয়েছেন।